Skip to content

SAT

এসএটি (SAT) ম্যাথমেটিক্স সাবজেক্ট টেস্ট: লেভেল ১

অনেক সময় টপ র‌্যাংকড বিশ্ববিদ্যালয়গুলো তাদের ম্যাথমেটিক্স এবং ম্যাথমেটিক্স সম্পর্কিত প্রকৌশল বিভাগের জন্য জেনারেল এসএটি (SAT) এর পাশাপাশি এসএটি (SAT) পরীক্ষার সাবজেক্ট টেস্টের স্কোর চেয়ে থাকে। তবে  কোন বিশ্ববিদ্যালয় সরাসরি না চাইলেও এসএটি (SAT) পরীক্ষার সাবজেক্ট টেস্টের স্কোর থাকলে তোমাকে বেশি গুরুত্ব দেয়া হবে।

 

পরীক্ষার প্রধান বিষয়গুলো এবং গুরুত্ব:

বেসিক পার্থক্য:

জেনারেল এসএটি (SAT) এবং ম্যাথমেটিক্স সাবজেক্ট এসএটি (SAT) – উভয় ক্ষেত্রে এমসিকিউ ধরণের প্রশ্ন হলেও প্রশ্নের ডিফিকাল্টি লেভেল একটু বেশি। এসএটি (SAT) ম্যাথমেটিক্স সাবজেক্ট টেস্ট: লেভেল ১ আমাদের দেশের মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক লেভেলের ম্যাথের মধ্যে সীমাবদ্ধ।  তাই তুমি তোমার মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক লেভেলের ম্যাথ অনুশীলন করে ভালো  করতে পারো।

বিস্তারিত সিলেবাস:

1.Number and Operations

  • Operations
  • Ratio
  • Proportion
  • Complex Numbers
  • Counting
  • Elementary Number Theory
  • Matrices
  • Sequences

2. Algebra and Functions

  • Expressions
  • Equations
  • Inequalities
  • Representation
  • Modelling
  • Properties of functions (linear, polynomial, rational, exponential)

3. Geometry and Measurement

  • Plane geometry
  • Coordinate: Lines, parabolas, circles, symmetry, transformations
  • Three-dimensional: solids, surface area and volume (cylinders, cones, pyramids, spheres, prisms)
  • Trigonometry: right triangles and identities

4. Data Analysis, Statistics, and Probability

  • Mean
  • Median
  • Mode
  • Range
  • Interquartile Range
  • Graphs and Plots
  • Least Squares Regression (linear)
  • Probability

 [alert style=”danger”]কিছু নমুনা প্রশ্ন:[/alert]

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *