Skip to content

SAT

কত দিন পর এসএটি পরীক্ষার স্কোর জানতে পারবো?

এসএটি পরীক্ষায় অংশগ্রহণের কত দিন পর আমার স্কোর জানতে পারবো? – এই একটি প্রশ্নের উত্তরের উপর নির্ভর করে শুরু হয় বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য অ্যাপ্লিকেশন প্রসেসিং।

এসএটি পরীক্ষার পর দিন থেকে ২ সপ্তাহের মধ্যেই এমসিকিউ (MCQ) ধরনের সেকশনগুলোর স্কোর পাওয়া যাবে। অর্থাৎ, রিডিং, রাইটিং ও ল্যাঙ্গুয়েজ এবং ম্যাথের ক্যালকুলেটর ও নন-ক্যালকুলেটর- এই ৪টি সেকশনের স্কোর পাওয়া যাবে ১৩ তম দিন।

এছাড়াও বিষয় ভিত্তিক এসএটি (সাবজেক্ট টেস্ট) পরীক্ষার স্কোরও পাওয়া যাবে ১৩ তম দিনে।

অন্য দিকে, যদি কোন পরীক্ষার্থী Essay সেকশনের পরীক্ষায় অংশ নেয় তবে তার এই সেকশনটির স্কোর পাওয়া যাবে এসএটি পরীক্ষার পর দিন থেকে ১৫ তম দিনে। যা এমসিকিউ (MCQ) ধরনের সেকশনগুলোর স্কোর পাবলিশ হওয়ার ২ দিন পর।

ফ্রি স্কোর কত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে পৌছায়?

এসএটি পরীক্ষায় অংশগ্রহণের আগেই নিজ কলেজবোর্ড (College Board) অ্যাকাউন্টে ঢুকে বিশ্ববিদ্যালয়ের নাম সিলেক্ট করে দিতে হয়। পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার ১০ দিনের মধ্যে কলেজবোর্ড এর পক্ষ থেকে ফ্রি স্কোর বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেয়া হয়।

নিচের ছক থেকে দেখে নিতে পারো ২০১৮-১৯ সালের এসএটি পরীক্ষা এবং রেজাল্ট পাবলিশ হওয়ার তারিখগুলো:

SAT Test Date
Multiple-Choice (MCQ) Scores Release Date
Essay Score Release Date
Colleges Receive Scores By
August 25, 2018 September 7, 2018 September 9, 2018 September 19, 2018
October 6, 2018 October 19, 2018 October 21, 2018 October 31, 2018
November 3, 2018 November 16, 2018 November 18, 2018 November 28, 2018
December 1, 2018 December 14, 2018 December 16, 2018 December 26, 2018
March 9, 2019 March 22, 2019 March 24, 2019 April 3, 2019
May 4, 2019 May 17, 2019 May 19, 2019 May 29, 2019
June 1, 2019 July 10, 2019 July 14, 2019 July 24, 2019

অনেক সময় এসএটি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হতে নির্ধারিত সময়ের বেশি লাগতে পারে। যা নিজ কলেজবোর্ড অ্যাকাউন্ট থেকেই জানা যাবে। এমন ক্ষেত্রে কলেজবোর্ডের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করলেই স্কোর জানানোর তারিখ জানিয়ে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *