Skip to content

SAT

এসএটি (SAT) লিটারেচার সাবজেক্ট টেস্ট

অনেক সময় টপ র‌্যাংকড বিশ্ববিদ্যালয়গুলো লিটারেচার বিভাগের জন্য এসএটি (SAT) সাবজেক্ট টেস্টের স্কোর চেয়ে থাকে। কোন বিশ্ববিদ্যালয় সরাসরি না চাইলেও এসএটি (SAT) সাবজেক্ট টেস্টের স্কোর থাকলে তোমাকে বেশি গুরুত্ব দেয়া হবে।

[alert style=”danger”]এসএটি পরীক্ষার সেকশনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে আসুন [button size=”large,small,mini” url=”https://sat.aemers.com/sat_exam_structure/” target= “_blank”]এসএটি (SAT) পরীক্ষার কাঠামো[/button] আর্টিকেল থেকে।[/alert]

এসএটি (SAT) লিটারেচার সাবজেক্ট টেস্টের মাধ্যমে তুমি বিভন্ন যুগের ও জনরার সাহিত্যকর্ম  পড়ার ও অ্যানালাইসিস স্কিলের প্রকাশ ঘটাতে পারো।

‘Subject Test’ এ কি নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৪ (25%) মার্ক কাটা হয়।

যে সব স্কিল থাকা প্রয়োজন:

১. একজন স্টুডেন্টের অবশ্যই বেসিক লিটারেরি টার্মস সম্পর্কে জ্ঞান থাকাতে হবে। যেমন- আয়রনি, টোন, হাইপারবোল, স্পিকার ইত্যাদি।
২. নাটক, গল্প বা কবিতার সামগ্রিক অর্থ ও থিম  বুঝার অ্যাবেলিটি থাকতে হবে                                                                             
৩. ফর্ম, স্ট্রাকচার, জনরা ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকতে হবে
৪. ইউস অব ল্যাংগুয়েজ, ওয়ার্ড চয়েস, ইমেজারি, মেটাফর ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকতে হবে
৫. কোন নির্দিষ্ট প্রসঙ্গে শব্দের কি অর্থ প্রকাশ করছে তা বুঝার অ্যাবেলিটি থাকতে হবে         
৬. নেয়ারেটর এবং নাটক, গল্প বা কবিতায় চরিত্রের উপস্থপন কৌশল সম্পর্কে জ্ঞান থাকতে হবে

ফ্যারমেট:

এই ৩ ক্যাটাগরির অনুসারে যুগ বিভাজনের ভিত্তিতে গল্প (৪০-৫০%), কবিতা (৪০-৫০%) এবং নাটক (০-১০%) থেকে প্রশ্ন করা হয়।

প্রস্তুতির গাইডলাইন:

যেহেতু নানা রকম সাহিত্যকর্ম থেকে প্রশ্ন করা হয়, তাই গল্প, কবিতা ও  নাটক পড়ার অভ্যাস থাকতে হবে। নিয়মিত  ইংরেজি সংবাদপত্র পড়ার অভ্যাস ভালো স্কোরের জন্য সহায়ক। কলেজ বোর্ড প্রদও তালিকা অনুসারে প্রস্তুতি নেয়া যেতে পারে।তোমরা কলেজ বোর্ড প্রকাশিত [button size=”slarge,small,mini” color=”green” url=”https://collegereadiness.collegeboard.org/pdf/sat-subject-tests-student-guide.pdf” ]SAT Subject Test Guide[/button]  দেখতে পারো। নামের এই বইটি দেখে অনুশীলন করতে পারেন। বইটিতে স্যামপল পরীক্ষা প্রশ্ন পাওয়া যাবে। এতে তোমার প্রশ্নের ধরণ এবং ডিফিকাল্টি লেভেল সম্পর্কে আন্দাজ করা সহজ হবে।

বিস্তারিত সিলেবাস:

নিচের তালিকা অনুসরে প্রস্তুতি নেয়া যেতে পারে।
  • Reading comprehension
  • Words/phrases in context
  • Questions on the passage overall
  • Literary devices
  • Figurative language
  • Narrator/speaker analysis
  • Character analysis
  • Dialogue analysis

[alert style=”danger”]কিছু নমুনা প্রশ্ন:[/alert]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *