Skip to content

SAT

এসএটি (SAT) Essay রাইটিং: বাধ্যতামূলক নাকি অপশনাল?

SAT 1 (এসএটি) পরীক্ষার রিডিং, রাইটিং ও ল্যাঙ্গুয়েজ এবং ম্যাথ সেকশনের সাথে আরেকটি সেকশনের পরীক্ষা হয়, যার নাম Essay Writing সেকশন। তবে, SAT Essay সেকশনটি বাধ্যতামূলক নয়; তাই অনেক পরীক্ষার্থী এই সেকশনের পরীক্ষা এড়িয়ে যায়। কিন্তু Essay রাইটিং সেকশনটি খুবই গুরুত্বপূর্ণ।

কিছু কিছু বিশ্ববিদ্যলয় রয়েছে যারা আবেদনের সময় নির্দিষ্ট করে SAT Essay সেকশনের স্কোর চেয়ে থাকে।

[alert style=”danger”]এসএটি (SAT) পরীক্ষার রিডিং-রাইটিং এবং ম্যাথ সেকশনের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ সেকশন হলো Essay রাইটিং। কোন কোন বিশ্ববিদ্যালয়ে এসএটি (SAT) Essay স্কোর চায় তা জানতে ঘুরে আসো url=”https://sat.aemers.com/sat-essay-us-university-list/” স্কোর প্রয়োজন যেসকল বিশ্ববিদ্যালয়ে আর্টিকেল থেকে।

তুমি হয়তো বেশ কিছু ইউনিভার্সিটিতে আবেদন করার পরিকল্পনা করছো।  আবেদন করতে চাও এই রকম  ইউনিভার্সিটির  যে তালিকা তুমি তৈরি করেছো তাতে দেখা যাবে কিছু ইউনিভার্সিটিতে এসএটি (SAT) Essay  স্কোর প্রয়োজন আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে  এসএটি (SAT) Essay  স্কোরের প্রয়োজন নেই।

তাহলে বুঝতে পারছো এসএটি (SAT) Essay পার্টে তুমি অংশগ্রহণ করবে কি না তা প্রধাণত নির্ভর করবে তুমি যে সব  ইউনিভার্সিটিতে আবেদন করার পরিকল্পনা করছো সেই সব ইউনিভার্সিটিগুলো এসএটি (SAT) Essay স্কোর চায় কি না, তার উপর।

তুমি যদি জেনারেল এসএটি (SAT) সাথে Essay রাইটিং সেকশনে অংশ গ্রহণ কর, তবে সব ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবে।

তুমি হয়তো এমন কোন ইউনিভার্সিটিতে আবেদন করেছো যে ইউনিভার্সিটিতে এসএটি (SAT) Essay স্কোর প্রয়োজন হয় না। তবে, তোমার যদি এসএটি Essay রাইটিং সেকশনে ভালো স্কোর থাকে তবে তোমার আবেদনের গুরুত্ব  বাড়বে বইকি কমবে না।

SAT Essay পার্টের প্রধান উদ্দেশ্য তোমার যুক্তি বিশ্লেষণ করার দক্ষতার মূল্যায়ন। এই দক্ষতার মূল্যায়ন করার জন্যই এসএটি (SAT 1) পরীক্ষার Essay লেখার পূর্বে ৬৫০-৭৫০ শব্দের একটি প্যাসেজ পড়তে হয়। তার উপর নির্ভর করে তোমার নিজের মতামতের পক্ষে যুক্তি প্রদান করে Essay লিখতে হয়। এই সেকশনের যুক্তি বিশ্লেষণ করার দক্ষতা ছাড়াও তোমর রিডিং এবং রাইটিং স্কিলে মূল্যায়ন করা হয়।

একজন পরীক্ষার্থীর ইংরেজি ইংরেজি রিডিং এবং রাইটিংয়ের স্কিল কতটুকু- তা যাচাই করা হয় এসএটি (SAT) Essay সেকশনের মাধ্যমে।

তাহলে বুঝতে পারছো এসএটি (SAT) Essay রাইটিং সেকশনে অংশ নিয়ে তুমি তোমার ইংরেজি রিডিং এবং রাইটিং স্কিলের প্রমাণ দিতে পারবে।

আমাদের দেশে অনেকে স্টুডেন্টের স্বপ্ন স্কলারশিপ নিয়ে  বিদেশে পড়তে যাওয়ার।আর, আন্ডারগ্র্যাডে লেভেলে স্কলারশিপ নির্ভর করে এসএটি (SAT) স্কোর উপর।

বিভিন্ন ইউনিভার্সিটিতে মেরিটের উপর নির্ভর করে সর্ব নিম্ন ৭,০০০ ডলার থেকে শুরু করে ২২,০০০ ডলার  “ফাইন্যানসিয়াল এইড”  পেতে পারো।

তোমার যদি জেনারেল এসএটি (SAT) টেস্ট স্কোরের পাশাপাশি এসএটি (SAT) Essay স্কোর থাকে তবে তুমি স্কলারশিপ পাওয়ার দৌড়ে অন্য আট – দশ জন স্টুডেন্ট থেকে অনেক এগিয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *