Skip to content

SAT

এসএটি (SAT)সাবজেক্ট টেস্ট: কেমিস্ট্রি

অনেক সময় টপ র‌্যাংকড বিশ্ববিদ্যালয়গুলো তাদের কেমিস্ট্রি এবং কেমিস্ট্রি সম্পর্কিত প্রকৌশল বিভাগের জন্য এসএটি (SAT) সাবজেক্ট টেস্টের স্কোর চেয়ে থাকে। তবে কোন কোন বিশ্ববিদ্যালয় সরাসরি না চাইলেও এসএটি (SAT) সাবজেক্ট টেস্টের স্কোর থাকলে তোমাকে বেশি গুরুত্ব দিবে।

এসএটি পরীক্ষার সেকশনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে আসুন”https://sat.aemers.com/sat_exam_structure/” এসএটি (SAT) পরীক্ষার কাঠামো আর্টিকেল থেকে।

এসএটি (SAT) ফিজিক্স সাবজেক্ট টেস্টের মাধ্যমে তুমি কেমিস্ট্রি বিষয়টিতে তোমরা স্কিলের প্রকাশ ঘটাতে পারো।

পরীক্ষার প্রধান বিষয়গুলো এবং গুরুত্ব:

প্রস্তুতির গাইডলাইন:

অধিকাংশ প্রশ্নই আমাদের দেশের একাদশ-দ্বাদশ শ্রেনীর সিলেবাসের মধ্য থেকে হয়ে থাকে। ভালো করার জন্য অবশ্যই আপনাকে একাদশ-দ্বাদশ শ্রেনীর কেমিস্ট্রি বই প্রথম এবং দ্বিতীয় পত্র (অবশ্যই ইংরেজি সংস্করণ) ভালোভাবে খুঁটিনাটিসহ শেষ করতে হবে। এর পর তুমি কলেজ বোর্ড প্রকাশিত “https://collegereadiness.collegeboard.org/pdf/sat-subject-tests-student-guide.pdf” নামের এই বইটি দেখেতে পারো। এতে তোমার প্রশ্নের ধরণ এবং ডিফিকাল্টি লেভেল সম্পর্কে আন্দাজ করা সহজ হবে। Khan Academy এর  “https://www.youtube.com/watch?v=YURReI6OJsg&list=PLsaui3l-P1pqyWpctNOm8W_FAZlOWVeu9” দেখেতে পারো, যা তোমরা প্রস্তুতির জন্য সহায়ক হবে।

বিস্তারিত সিলেবাস:

Structure of matter

  • atomic structure
  • molecular structure
  • bonding

States of matter

  • gases
  • liquids and solids
  • solutions

Reaction types

  • acids and bases
  • oxidation-reduction
  • precipitation

Stoichiometry

  • mole concept
  • chemical equations

Descriptive chemistry

  • periodic trends
  • nomenclature
  • predicting products of reactions

Lab practices

  • equipment and measurements
  • scientific method
  • data interpretation

Thermochemistry

  • calorimetry
  • enthalpy
  • phase changes
  • entropy

Equilibrium and reaction rates

  • equilibrium systems
  • rates of reactions

কিছু নমুনা প্রশ্ন: